পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় অব্যাহত রেখেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
ঢাকাসহ প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৫০৩টি ট্রাকসেলের মাধ্যমে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হচ্ছে।
তথ্য অধিদপ্তরের বার্তা অনুযায়ী, টিসিবি মঙ্গলবার ৭২৭.২৬ মেট্রিক টন সয়াবিন তেল, ৫১০ মেট্রিক টন চিনি, ১০০.৬ মেট্রিক টন মশুর ডাল, ৩২৬.৯৫ মেট্রিক টন ছোলা, ৩০.১৮ মেট্রিক টন খেজুর এবং ৩৭ মেট্রিক টন পেঁয়াজসহ মোট ১,৭৩১.৯৯ মেট্রিক টন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেছে।
প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে দুই লাখ এক হাজার ২০০ ক্রেতার কাছে এসব পণ্য বিক্রয় করা হয়েছে।