রপ্তানিমুখী নিটওয়্যার খাতে ১ হাজার কোটি টাকার নগদ প্রণোদনার অর্থসহায়তা ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
ঈদুল ফিতরের আগে বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য আর্থিক সহায়তার জন্য বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) আবেদন পাওয়ার ১১ দিন পর মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়।
গত ৩০ মার্চ বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমানের সই করা এক চিঠিতে সরকারের কাছে নগদ সহায়তার আবেদন জানানো হয়।
চিঠিতে বলা হয়, আর্থিক সহায়তা না দিলে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে চরম বিপাকে পড়তে পারে রপ্তানি খাত।
নগদ সহায়তার অর্থ ছাড়করণের জন্য অর্থ মন্ত্রণালয় এবং হিসাবরক্ষক মহাপরিচালক বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছে।
আরও পড়ুন: শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন দিতে ১৫০০ কোটি টাকা সরকারি সহায়তা চায় বিকেএমইএ
বিজিএমইএ ও বিকেএমইএ সদস্য কারখানাগুলো ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ
বিজেএমইএ ও বিকেএমইএ-কে পর্যায়ক্রমে ঈদের ছুটি প্রদানের আহ্বান জানালেন কাদের