কারখানায় নির্বিঘ্নে উৎপাদনের সুবিধার্থে রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র শিল্পে পর্যাপ্ত চাপসহ প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বুধবার রাজধানীর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লার সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
এসময় ফারুক বলেন, গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটলে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, মানিকগঞ্জ, নরসিংদী ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে স্পিনিং, উইভিং, ফিনিশিং, ডাইং এবং প্রিন্টিং সেকশনসহ বিভিন্ন শিল্প খাতে উৎপাদন ব্যাহত হবে, এতে রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে।
পড়ুন: জাতীয় বাজেট উপস্থাপন ৯ জনু: মুস্তফা কামাল
তিনি বলেন, মহামারিকালীন একটি কঠিন সময় পার করার পর বাংলাদেশের পোশাক শিল্পের পুনরুদ্ধার ঘটেছে এবং কোভিড-১৯ সংকটের মধ্যেও বৈশ্বিক ক্রেতারা দেশের পোশাক প্রস্তুতকারকদের সক্ষমতা এবং সময় মতো চালান সরবরাহের প্রতিশ্রুতিতে আরও আস্থাশীল হয়েছে। তবে সুষ্ঠুভাবে গ্যাস সরবরাহ না হলে কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চলতে পারবে না, রপ্তানিকারকদের জন্য সময় মতো পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়বে।
বৈঠকে বিজিএমইএর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম ও টিজিটিডিসিএলের পরিচালক মোঃ সেলিম মিয়া উপস্থিত ছিলেন।