বৃহস্পতিবার বিডা ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সেবাগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর ফলে এখন থেকেই বিনিয়োগকারীরা অতিদ্রুত সহজেই অনলাইনে সেবাগুলো পাবেন।
আরও পড়ুন: সুইডেন ও স্পেনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
অনুষ্ঠানে সালমান এফ রহমান ডিজিটাল বাংলাদেশের সুফলের কথা তুলে ধরে বলেন, ‘এমন একটা সময় ছিল যখন আমাদের দেশে অনলাইন নির্ভর সেবা ছিল অকল্পনীয় কিন্তু প্রধানমন্ত্রীর সাহসী পরিকল্পনা বাস্তবায়নের ফলে তথ্যপ্রযুক্তির কল্যাণে আজ তা হাতের মুঠোয়। এখন ঘরে বসেই অনেক বিনিয়োগ পাওয়া সম্ভব এবং যা সামনের দিনে আরও দ্রুত হবে।’
তিনি আশা প্রকাশ করেন যে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে আরও নতুন ছয় সেবা বিনিয়োগ সেবার মান অনেকাংশে বৃদ্ধি করবে।
আরও পড়ুন: দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে জাপানের নিপ্রো যোগ দিয়েছে জেএমআই গ্রুপের সাথে
এ সময় সভাপতির বক্তবে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিবেশ ও ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা এবং প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘২০৪১ সালে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের অর্থনীতি বহুগুণ বাড়াতে হবে, মাথাপিছু আয় ১২,৫০০ ডলারে উন্নীত করতে হবে। আর এটা করার জন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান এবং সবাইকে সমান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।’
আরও পড়ুন: বন্ডে বিনিয়োগ উৎসাহিত করতে প্রচারণার পরিকল্পনা ঢাকার
‘এ ক্ষেত্রে সরকারি সেবাগুলো অবশ্যই ডিজিটালভাবে খুব সহজে অতি অতিদ্রুতায় দিতে হবে। আমাদের শুধু উন্নয়ন নয়, টেকসই উন্নয়ন করতে হবে। আমাদের উন্নয়ন শুধু এক প্রজন্মের জন্য নয়, এটা পরবর্তী প্রজন্মগুলোর জন্য সংযুক্ত করে যেতে হবে,’ বলেন তিনি।
বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, আজ পরিবেশ অধিদপ্তরের তিনটি (ইআইএ, টিওআর ও জিরো ডিসচার্জড অনুমোদন), আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের একটি (শিল্প আইআরসি’র সনদ প্রদান), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি (বিদ্যুৎ সংযোগ প্রদান) এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবেশনের একটি (বিদ্যুৎ সংযোগ প্রদান) সেবা বিডার অনলাইন ওএসএস পোর্টালে যুক্ত হয়েছে। সংস্থাটি এখন থেকে ৪১টি বিনিয়োগ সেবা অনলাইনে দিচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশের সাথে বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করল তুরস্ক
তিনি আগামী বছরের মধ্য বিডার ওএসএস পোর্টালে ৩৫ সংস্থার ১৫০টি বিনিয়োগ সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।
বিডার উপ-পরিচালক উম্মে রোমানা তুয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী সদস্য মো. বিল্লাল হোসেন। এ সময় বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ মো. দস্তগীর, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচএম শফিকুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক একেএম রফিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে আরও বিনিয়োগের আহ্বান