আজ মঙ্গলবার ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পযন্ত বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ থাকবে।
তবে, দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দর খোলা রেখে মালামাল খালাশ রাখার ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এছাড়া দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ড এফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ট্রাক চালকরা পণ্য পরিবহন করবেন না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ফলে দু দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজা শেষে ২০ অক্টোবর সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।
ভারতের পেট্রাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার রামেশ্বর মিনার বরাত দিয়ে বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম জানান, পূজায় চারদিন ছুটির বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন।
তবে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর এসময় খোলা থাকবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মোমন উদ্দিন জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
ভারতের বঁনগা কালিতলা পার্কিংয়ে প্রায় আড়াই হাজার পন্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে।