হাতে-কলমে হিসাব রাখার ঝামেলা থেকে মুক্তি পেতে যে কেউ ব্যবহার করতে পারেন এ অ্যাপটি।
ইতোমধ্যে টালিখাতার ৬ লাখেরও বেশি নিবন্ধনধারী ব্যবহারকারী রয়েছেন।
কম সময়ে মধ্যে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সাড়া ফেলা এ অ্যাপটির নতুন ফিচার ও সুবিধার আপডেটেড ভার্সন নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশে এক কোটিরও বেশি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যাতে ৩ কোটিরও বেশি মানুষ সম্পৃক্ত। অর্থনীতির এ বিশাল অংশটি আর্থিক অন্তর্ভুক্তি ও প্রযুক্তিগত দিক থেকে খুব বেশি সুবিধা পাচ্ছে না। তাদের কথা মাথায় রেখে ও তাদের ব্যবসা প্রসারে প্রযুক্তিগত নানাবিধ সহযোগিতা করাই টালিখাতার মূল উদ্দেশ্য।
এছাড়া, টালিখাতায় ব্যবসায়ীরা নিজেদের শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যোগ করে সহজে কাস্টমারদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট নেয়া, সাপ্লায়ারদের পেমেন্ট দেয়া এবং ব্যাংকের সাথে সরাসরি লেনদেন করতে পারবেন।