সিএমএসএমই
ঐক্য বুকসের যাত্রা
ভাষার মাস ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করলো ঐক্য বুকস। বাঙালির প্রাণের বইমেলা চলাকালীন সময়ে বাংলাদেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) সবচেয়ে বড় প্ল্যাটফরম ঐক্য ফাউন্ডেশনের নতুন অঙ্গ সংস্থা হিসেবে ঐক্য বুকস যাত্রা শুরু করেছে।
উদ্যোক্তারা বলেছেন, অমর একুশের যে শক্তি বাঙালি জাতি তাদের প্রাণে ধারণ করে, সে শক্তিকে উৎস করে এ নতুন অঙ্গ সংস্থার কার্যক্রম শুরু হলো।
সিএমএসএমই উদ্যোক্তাদের নিয়ে কাজ করে আসছে ঐক্য ফাউন্ডেশন। সিএমএসএমই উদ্যোক্তাদের সকল কার্যক্রম তুলে ধরা এবং তাদের উন্নয়নের জন্য ফাউন্ডেশনটির কয়েকটি অঙ্গ সংস্থা রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার যোগ হলো ঐক্য বুকস।
উদ্বোধনী আয়োজনে প্রকাশনা সংস্থা অনন্যার প্রকাশক মনিরল হক, ঐক্য ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য সুরাইয়া আলম, জান্নাতুল ফেরদৌস তিথি এবং তানভির আহমেদ তানিমসহ ফাউন্ডেশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দেশের প্রথম গ্রাফিক নভেল ‘মুজিব’ বইমেলায়
প্রকাশক মনিরুল হক উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, ‘এখন এ পরিস্থিতিতে ঘরে বসেই বই পাওয়ার বিষয়টি পাঠক সমাজে সত্যিই আশার সঞ্চার করবে।’
২ বছর আগে
সিএমএসএমই উদ্যোক্তাদের প্রণোদনার চেক বিতরণ শুরু
মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশনের ৩০০ কোটি টাকা ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় এই কার্যক্রম শুরু করেছে এসএমই ফাউন্ডেশন।
আরও পড়ুন: সরকারি ক্রয়ে এসএমই খাতের জন্য কোটা নির্ধারণের চেষ্টা চলছে: শিল্পমন্ত্রী
মঙ্গলবার বিকাল ৩টায় এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শিল্পমন্ত্রী বলেন, সরকারের দ্বিতীয় দফা প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। চলমান লকডাউনের মধ্যেও যে তিনটি ব্যাংক (ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক) এবং একটি আর্থিক প্রতিষ্ঠান (আইডিএলসি) ঋণ বিতরণের মাধ্যমে উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আরও পড়ুন: রূপকল্প ২০৪১-এর সাথে সামঞ্জস্য রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের তাগিদ শিল্পমন্ত্রীর
তিনি আরও বলেন, মনে রাখতে হবে যে সারাদেশে লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।এসব উদ্যোক্তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ দ্রুততম সময়ের মধ্যে উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। যেসব উদ্যোক্তা প্রথম প্যাকেজের আওতায় সুবিধা পাননি তাদের খুঁজে বের করে ঋণের আওতায় আনতে হবে। এক্ষেত্রে নারী-উদ্যোক্তাদের বিশেষ গুরুত্ব দিতে হবে।
উল্লেখ্য, প্রণোদনা প্যাকেজের আওতায় উদ্যোক্তাগণ ৪% সুদে ঋণ পাবেন। গ্রাহক পর্যায়ে ঋণের পরিমাণ হবে সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত। ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ ২৪টি সমান মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করা যাবে। মোট ঋণের ২৫-৩০% নারী-উদ্যোক্তাদের মাঝে বিতরণের লক্ষ্য ঠিক করা হয়েছে।
আরও পড়ুন: অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশিয় ঐতিহ্য ধরে রাখতে হবে: শিল্পমন্ত্রী
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজুল করিম।
এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্যরা এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
৩ বছর আগে
দেশের ব্যবসা উদ্যোগের ৯৯.৮৪ শতাংশই সিএমএসএমই
দেশের মোট ব্যবসা উদ্যোগের ৯৯ দশমিক ৮৪ শতাংশই কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের বলে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়েছে।
৪ বছর আগে
ব্যবসার হিসাব রাখার অ্যাপ ‘টালিখাতা’
ব্যবসায় বেচা, কেনা ও খরচসহ সব ধরনের লেনদেনের হিসাব রাখার জন্য ‘টালিখাতা’ নামে একটি মোবাইল অ্যাপ সম্পূর্ণ ফ্রি ও ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন ব্যবসায়ীরা।
৪ বছর আগে
সিএমএসএমই উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে ঢাকা চেম্বারে ‘এসএমই উন্নয়ন বিভাগ’ চালু
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) দেশের সর্ববৃহৎ ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠন ‘এসএমই উন্নয়ন বিভাগ’ নামে একটি স্বতন্ত্র বিভাগ চালু করেছে।
৪ বছর আগে