ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার আগে কেনা পেঁয়াজের চালান বুধবার থেকে বাংলাদেশে আসতে পারে।
অভ্যন্তরীণ বাজারে সংকটের কারণে মূল্যবৃদ্ধির অজুহাতে সোমবার পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ভারত সরকার। এর ফলে হিলি স্থলবন্দরের ভারতীয় অংশে পেঁয়াজ বোঝাই ২৫০-৩০০ ট্রাক আটকা পড়ে।
ভারত থেকে আমদানি না হওয়ায় বন্দরের বাজারগুলোতে পেঁয়াজের দামে দুই দিনে বড় ধরনের প্রভাব পড়ে। কেজি প্রতি ৪০ টাকার পেঁয়াজ মঙ্গলবার ৮০-১০০ টাকা পর্যন্ত বেচা-কেনা হয়।
ভারতের বালুরঘাটের রপ্তানিকারক রামনাথ সাহার বরাত দিয়ে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ মঙ্গলবার রাতে বলেন, ‘রবিবারের আগে যেসব পেঁয়াজ রপ্তানির জন্য ভারত সরকার অনুমতি দিয়েছিল, বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে সেই পেঁয়াজ ঢোকার সম্ভাবনা রয়েছে। এটা ভারতের রপ্তানিকারকদের বক্তব্য। কিন্তু আমরা এ বিষয়ে এখনও সরকারি কোনো নির্দেশনা পাইনি।’