আমদানি রপ্তানি
ঈদুল ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন ছুটি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এই সময়ে বন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ৬ এপ্রিল সকাল থেকে বন্দরে স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঈদে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর, অব্যাহত থাকবে যাত্রী চলাচল
রুহুল আমিন জানান, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৮ দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি বলেন, বিষয়টি অপরদিকে ভারতের মহদিপুর স্থলবন্দর কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও এক্সপোটার্স এসোসিয়েশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
এদিকে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
২৫৫ দিন আগে
৮ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আট দিন বন্ধ থাকার পর শনিবার (২২ জুন) থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, ঈদ উপলক্ষে ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনসহ বাংলাদেশ অংশের হিলি স্থল শুল্ক স্টেশন ও বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী, কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস, শ্রমিক সংগঠনসহ বন্দর ব্যবহারকারীদের একটি চিঠির মাধ্যমে জানানো হয়।
আরও পড়ুন: ৬ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু
তিনি আরও জানান, আট দিন বন্ধের পর শনিবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হয়েছে। বেলা ১২টায় ভারত থেকে বেশকিছু পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। ফলে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্যতা লক্ষ্য করা গেছে।
এদিকে, স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, বেলা ১২টার পর ভারত থেকে বেশকিছু আমদানি করা পণ্যবাহী ট্রাক বন্দরের ওয়্যারহাউজে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
কাস্টমসের শুল্ক পরিশোধ সাপেক্ষে তা দ্রুততার সঙ্গে খালাস কার্যক্রমে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
৫৩০ দিন আগে
ঈদুল আজহা উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময় বন্দরে সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি কাজ বন্ধ থাকবে বলে জানা গেছে।
সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ১০ দিন পর সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
তিনি জানান, সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, মুসলমানদের অন্যতম একটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে ২৬ জুন (সোমবার) থেকে ২ জুলাই (রবিবার) পর্যন্ত।
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানির কাজ বন্ধ থাকবে এবং ৩ জুলাই সোমবার থেকে পুনরায় স্থলবন্দরের সকল কার্যক্রম চালু করা হবে।
এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঈদ উপলক্ষে ৯ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর
সোনাহাট স্থলবন্দর সড়কের বেহাল দশা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, রাজস্ব হারাচ্ছে সরকার
৮৯২ দিন আগে
হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
১৮১৫ দিন আগে
বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
তিন দফা দাবিতে ভারতীয় শ্রমিকদের ট্রাক ধর্মঘটে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
১৮৭৮ দিন আগে
ভারতের নিষেধাজ্ঞার আগে কেনা পেঁয়াজ হিলিতে আসতে পারে আজ
ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার আগে কেনা পেঁয়াজের চালান বুধবার থেকে বাংলাদেশে আসতে পারে।
১৯০৬ দিন আগে