বাজারের অন্তর্বর্তীকালীন সময়ের কথা বিবেচনা করে মূলধনী লাভের ওপর নতুন করে কর আরোপ না করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু।
সোমবার(২০ মে) বাবু এ সংক্রান্ত একটি চিঠি এনবিআরে পাঠিয়েছেন বলে ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘অর্থনীতির অন্যান্য খাতের মতো কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধও দেশের পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।’
পুঁজিবাজারে বিনিয়োগ আরও উন্নয়ন ও গতিশীল করতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির জন্য কর সংক্রান্ত বেশকিছু প্রস্তাব ইতোমধ্যে এনবিআরে জমা দিয়েছে ডিএসই।
আরও পড়ুন: সমৃদ্ধ শেয়ারবাজার গড়তে মার্চেন্ট ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডিএসই চেয়ারম্যান
কিন্তু সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এনবিআর কর্তৃক পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের ওপর মূলধনী লাভের ওপর নতুন করে কর আরোপ নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে। এ খবর পুঁজিবাজার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের ভীতি ও আতঙ্কের সৃষ্টি করেছে। এ কারণে বাজার ক্রমাগত নিম্নমুখী হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
পুঁজিবাজারের এই ক্রান্তিকালে বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থ বিবেচনায় এনবিআরকে মূলধনী লাভের ওপর নতুন করে কর আরোপ না করার অনুরোধ জানান ডিএসই চেয়ারম্যান।
আরও পড়ুন: ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, ডিএসই পরিচালক ও রাষ্ট্রচিন্তার সমন্বয়ক কারাগারে