দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার (২৫ নভেম্বর) জুয়েলার্স সমিতির সম্মেলন কক্ষে বাংলাদেশ জুয়েলার্স সমিতির মূল্য নির্ধারণ ও মূল্য পরিবীক্ষণ সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামীকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে নতুন এ দর কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকায়, যা আগে ছিল ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৩২৬ টাকা।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
ক্যাটাগরি অনুসারে বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম ২ হাজার ৫৭৭ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।
(১ ভরি = ১১.৬৬৪ গ্রাম)