বৃহস্পতিবার জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে তাদের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ইউএনবিকে জানান, সম্প্রতি ভারতের সাথে হওয়া দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে নিজের ফেসবুক ওয়ালে মতামত প্রকাশ করার কারণে আবরারের জঘন্য খুনের ঘটনায় বৈঠকে তীব্র নিন্দা জানানো হয়েছে।
তিনি বলেন, এ নৃশংস খুনের প্রতিবাদে তাদের জোটের নেতা-কর্মীরা রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হবেন। ‘পরে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে একটি নাগরিক শোক মিছিল নিয়ে যাব।’
মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে একে সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আহ্বান জানান সুব্রত।
ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
ভারতের সাথে হওয়া বাংলাদেশের চুক্তি নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় রবিবার রাতে বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে (২১) শের-ই-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।