আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও আমলারা এখন দেশ পরিচালনা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপনি যদি ঢাকার ডিসি কার্যালয়ে বা অন্য জেলাগুলোর আইন-শৃঙ্খলা কমিটির সভা বা উন্নয়ন কর্মসূচিতে যান, তাহলে আপনি দেখতে পাবেন আওয়ামী লীগের আমলারাই প্রধান ভূমিকা পালন করছেন।’
ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতারা এখন দেশ শাসনে কোথাও নেই। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগের ভূমিকা এখন দৃশ্যমান নয়। কারণ সবকিছুই একটি আমলাতান্ত্রিক লীগ বা সামরিক বাহিনী বা পুলিশ প্রশাসনের অধীনে। বাংলাদেশে এখন এই অবস্থা চলছে।’
শুক্রবার বাংলাদেশ ছাত্র ফোরাম এবং উত্তরাঞ্চল ছাত্র ফোরামের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব মন্তব্য করেন। ২০০৮ সালে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১/১১ এ রাজনৈতিক পট পরিবর্তনের পর ৭ মার্চ তাকে গ্রেপ্তার হয়। এর পরের বছর সেপ্টেম্বরের এই দিনে তিনি জামিনে মুক্তি পান।
ফখরুল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন-শৃঙ্খলা বজায় রাখতে না পারায় দেশে সামাজিক অপরাধ বেড়েছে। আমরা সংবাদপত্রে দেখছি যে পুলিশ অপহরণ করার পর মুক্তিপণ নিচ্ছে এবং চাঁদাবাজি করছে। আমরা এটাও দেখছি যে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হচ্ছে । আইজিপি বলেছেন, এখন পুলিশও সাংবাদিকতা করবে।’
এই বিএনপি নেতা বলেন, ‘পুলিশ এখন চোর -ডাকাত গ্রেপ্তার এবং আইন -শৃঙ্খলা বজায় রাখার পরিবর্তে সাংবাদিকতা করবে। এটি একটি সুদূরপ্রসারী পদক্ষেপের অংশ।’
ফখরুল গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘শুধুমাত্র সত্যকে দমন করার জন্য সরকার মূলধারার গণমাধ্যমের পর এবার সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে চলছে।’
আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তি বিএনপির প্রধান চ্যালেঞ্জ
বিএনপি নেতা বলেন, ‘আমাদের তথ্যমন্ত্রী গতকাল (বৃহস্পতিবার) বলেছেন যে সোশ্যাল মিডিয়া এবং দেশের বাইরে থেকে যে সমস্ত টিভি এখানে পরিচালিত হয় তাদের অবশ্যই অনুমতি নিতে হবে (এখানকার সরকারের কাছ থেকে)। এর মানে হল যারা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গণতন্ত্র এবং সত্যের পক্ষে কথা বলে তাদের নিয়ন্ত্রণ করবে সরকার।’
তিনি আরও বলেন, ‘সরকার ইতোমধ্যেই সংবাদপত্রের স্বাধীনতাকে ধ্বংস করেছে এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনের মাধ্যমে বাকস্বাধীনতাকে খর্ব করেছে। তারা ইতোমধ্যেই জনগণের ভোটাধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে।’
আরও পড়ুন: গুম হওয়া পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে: ফখরুল