প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গোপন বৈঠকের অভিযোগে ৫ প্রিজাইডিং কর্মকর্তাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে ১০ প্রিজাইডিং অফিসারের নিয়োগ বাতিল করে নতুন ১০ জনকে নিয়োগ দিয়েছেন রিটানিং কর্মকর্তা।
সিরাজগঞ্জে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান বিষয়ে সোমবার রাত পৌনে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ সামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সেরাজুল ইসলাম (৫২), এস বি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম (৫৩), সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু সামা (৪৪), রতনকান্দি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক বাচ্চু কুমার ঘোষ (৪২), জনতা ব্যাংক সিরাজগঞ্জ জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইয়াসিন আরাফাত (৫৩) এবং গোপন বৈঠকের সমন্বয়ক শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: নওগাঁয় বিএনপির আরও ২ নেতাকে শোকজ, এক নেত্রীকে বহিষ্কার
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, রবিবার (৫ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার কাদাই এলাকায় অবস্থিত গার্ডেন প্যালেস রিসোর্টে কতিপয় প্রিজাইডিং অফিসার সদর উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য গোপন বৈঠক করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ওই প্রতিষ্ঠানের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন প্রভাবিত করবেন না: মন্ত্রী-এমপিদের প্রধানমন্ত্রী
এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল বলেন, ‘এ ঘটনায় সোমবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্টার মাইন্ড সহকারী শিক্ষক আমিনুল ইসলামসহ ৫ জন প্রিসাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, বিষয়টি আরও অধিকতর তদন্তের পর তারা কোন প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করেছেন তা জানানো হবে।
এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উপস্থিত রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানিয়েছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলায় মোট ১৭১টি ভোটকেন্দ্র রয়েছে। এ ঘটনার পর ইতোমধ্যে ১০ প্রিজাইডিং অফিসারের নিয়োগ বাতিল করে নতুন ১০ জন প্রিজাইডিং অফিসারকে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: কেন্দ্রে থাকবে সর্বোচ্চ পুলিশ-আনসার