উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
কমিশনার আলমগীর বলেন, গতকাল উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে
সোনাতলা, মিরসরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় সর্বনিম্ন ভোট পড়েছে ১৭ শতাংশ এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সর্বোচ্চ ভোট পড়েছে ৭৩ দশমিক ১ শতাংশ।
এর আগে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বৃষ্টি ও ধান কাটাকে দায়ী করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ভোটার উপস্থিতি ৩০ থেকে ৪০ শতাংশ হতে পারে।
বুধবার (৮ মে) অনিয়ম ও ভোটার উপস্থিতি কম হওয়ার অভিযোগের মধ্যেই দেশের ৫৯ জেলার ১৩৯টি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ৩০-৪০ শতাংশ: সিইসি