বুধবার রায় ঘোষণার পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের রায়। আমরা এই ফরমায়েসী রায় প্রত্যাখ্যান করছি।’
তিনি আরো বলেন, ‘জাতির দুর্ভাগ্য যে, সরকার তার ইচ্ছার প্রতিফলনের জন্য আদালতকে ব্যবহার করছে। যেমনটা করেছে আমাদের চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে।’
এর আগে, বুধবার দুপুরে ১৪ বছর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভাবেশে গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত।
এছাড়াও তৎকালীন বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে আদালত।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্টের ওই হামলায় আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন প্রাণ হারান।
এছাড়াও অল্পের জন্য বেঁচে যান বতর্মান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তবে গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ হামলায় আ’লীগের তিন শতাধিক নেতা-কর্মী আহত হন।