মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আব্দুর রউফ এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শেখ হাসিনাকে লেখা বি চৌধুরীর চিঠি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেন।
বি চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এক বৈঠকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্যরা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের প্রস্তাবে প্রধানমন্ত্রীর সাড়া দেয়াকে স্বাগত জানান। একই সাথে তারাও শেখ হাসিনার সাথে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন।
প্রেসিডিয়াম সদস্যদের সিদ্ধান্তের পর বি চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠান।
চিঠিতে বি চৌধুরী বলেছেন, ‘নির্বাচন নিয়ে সমস্যা সমাধানে আপনি সংলাপের উদ্যোগ নেয়ায় আমরা আনন্দিত। যুক্তফ্রন্ট এবং বিকল্পধারার পক্ষ থেকে আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
চিঠিতে তিনি আরো লেখেন, ‘সংলাপে বসার জন্য আপনার সময় ও সুবিধামতো আমাদের আমন্ত্রণ জানালে আমরা খুশি হব। আমাদের সকলের শুভেচ্ছা ও সৌহার্দ্যের মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব বলে আমরা বিশ্বাস করি।’
এর আগে রবিবার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে আগামী নির্বাচন নিয়ে সংলাপে বসতে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান ড. কামাল হোসেন।
এর প্রেক্ষিতে শেখ হাসিনাও মঙ্গলবার সকালে ড. কামাল হোসেনকে লেখা একটি চিঠিতে ঐক্যফ্রন্ট নেতাদের বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে আমন্ত্রণ জানান।