বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, চিকিৎসকেরা তাকে দুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
শ্বাসকষ্টজনতি সমস্যায় গত শুক্রবার সকালে বিএসএমএমইউ-তে ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, গত ১৫ মে দুই মাসব্যাপী চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন কাদের। তার আগে গত বছরের ৩ মার্চে গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন কাদের। সেসময় পরীক্ষা করে তার করোনারি আর্টারিতে তিনটি ব্লক ধরা পড়েছিল।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বছরের ২০ মার্চ সেতুমন্ত্রীর বাইপাস সার্জারি করা হয়।