বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
ডা. হারুন বিএসএমএমইউ’র পরিচালক পদে পুনর্নিযুক্ত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক পদে পুনর্নিযুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল্লাহ আল হারুন।
রবিবার তাকে এ পদে পুনরায় নিয়োগ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে, ২০১৬ সালে ১ আগস্ট ডা. হারুনকে বিএসএমএমইউ-এর পরিচালক হিসেবে প্রথমবার নিয়োগ দেয়া হয়েছিল। তিন বছর দায়িত্ব পালনের পর এ এম সি সেন্টারের কমান্ড্যান্ট ঘাটাইল সেনানিবাসে তাকে বদলি করা হয়। এরপর তাকে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালের (সিএমএইচ) আর্মি ক্যান্সার সেন্টারের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।
আরও পড়ুন: বিএসএমএমইউতে আজ খালেদাকে আনা হবে না: বিএসএমএমইউ পরিচালক
তিনি ১৯৮৭ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এফএমআই থেকে এমপিএইচ (পিএইচএ) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) থেকে এএমএমড ডিগ্রি অর্জন করেন।
ডা. আব্দুল্লাহ আল হারুন ১৯৮৮ সালে ৫ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন এবং ২০১২ সালে ৯ ফেব্রুয়ারি থেকে বর্তমান পদে অধিষ্ঠিত রয়েছেন।
কর্মজীবনে তিনি বিভিন্ন ইউনিটে স্টাফ ও কমান্ড পর্যায়ে দায়িত্ব পালন করেন এবং একটি ফিল্ড অ্যাম্বুলেন্স ও দুইটি সিএমএইচ কমান্ড করেন। এ ছাড়া ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত (ওকেপি-৫) মধ্যপ্রাচ্যের কুয়েতে মিশনে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: গণস্বাস্থ্যের কিট পরীক্ষায় বিএসএমএমইউ’র কমিটি গঠন
ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল্লাহ আল হারুন ১৯৬৩ সালের ৩০ নভেম্বর সিরাজগঞ্জের কামারখন্দা উপজেলার জামতৈল গ্রামে জন্মগ্রহণ করেন।
তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই গুণীজনকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জবাসী।
২ বছর আগে
ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
৪ বছর আগে
খালেদার মুক্তিতে বিশেষ আবেদনের কথা ভাবছে পরিবার: সেলিমা
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম শুক্রবার জানিয়েছেন, খালেদার জীবন নিয়ে তার পরিবার চিন্তিত। তার সুচিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিশেষ আবেদনের কথাও ভাবছে তার পরিবার।
৪ বছর আগে