তিনি বর্তমান চট্টগ্রাম শহরের নিজ বাসায় আইসোলেশনে আছেন।
শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে চট্টগ্রাম চেম্বারের পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় আরও ২ মৃত্যু, নতুন শনাক্ত ১৪১
তিনি জানান, ২০ ডিসেম্বর বন্দর উপদেষ্টা কমিটির সভায় অংশ নেন শামসুল হক। এরপর থেকে তিনি শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন। স্বাস্থ্য কর্মীরা করোনা পরীক্ষার জন্য ২৩ ডিসেম্বর তার নমুনা সংগ্রহ করেন। পরে প্রতিবেদন করোনা পজেটিভ আসে।
আরও পড়ুন: করোনা: চট্টগ্রামে সরকারি হিসাবে মৃত্যু ৩৫৪
সূত্র জানায়, করোনাকালে পটিয়ার মানুষের খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শামসুল হক মাঠ পর্যায়ে দিনরাত কাজ করেছেন। পটিয়ায় তার ব্যক্তিগত উদ্যোগে অন্তত ৬৫ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সেই সাথে তিনি পটিয়া হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ও স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা করোনা ওয়ার্ড স্থাপন করেন।
এছাড়াও সংসদের অধিবেশনসহ রাজনৈতিক কর্মসূচিতেও নিয়মিত অংশ নেন শামসুল হক।
আরও পড়ুন: দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪২৮
তার নির্বাচনী এলাকা পটিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ নানা শ্রেণি পেশার মানুষ তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
চট্টগ্রামের করোনা পরিস্থিতি:
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে এ পর্যন্ত জেলায় করোনায় ৩৫৪ জনের মৃত্যু হলো।
এছাড়া, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৬১৮ জন।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে ৮৯ এবং উপজেলায় ২৫ জন রয়েছেন।
শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ছয় ল্যাবে ১ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়।