এছাড়া, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৬১৮ জন।
নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে ৮৯ এবং উপজেলায় ২৫ জন রয়েছেন।
আরও পড়ুন: করোনায় আরও বেড়েছে ধনী-দরিদ্র বৈষম্য
শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ছয় ল্যাবে ১ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়।
আরও পড়ুন: দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪২৮
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৯টি নমুনা পরীক্ষায় ২৪ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা করে ৩১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬২৩টি নমুনা পরীক্ষায় ১২ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে তিনজন ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ২০ জন শনাক্ত হয়।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২০ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয়নি।
পুরো দেশের পরিস্থিতি:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪২৮ জনে।
এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৩৪ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৯ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: দেশের তহবিলে করোনাভাইরাসের ধাক্কা কতটা লাগল?
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৮৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জনে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।