মৃত মনিরুল হক ভূঁইয়া (৭৮) দেবিদ্বারে উপজেলা সভাপতি ও দেবিদ্বার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
সোমবার পৌর এলাকার বিজলীপাঞ্জার গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, মৃত্যুর কিছুক্ষণ পূর্বেও তিনি মোবাইল ফোনে কথা বলেছেন। গত কয়েকদিন যাবত ধরে জ্বরে ভূগছিলেন। সোমবার অসুস্থ বোধ করার কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একদল স্বাস্থ্যকর্মী মনিরুল হক ভূঁইয়ার নমুনা সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মেদ কবির।
এদিকে, পুলিশের উপস্থিতিতে বিকাল ৪টা ১০ মিনিটে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের নিজ গ্রামে জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে।
ব্যক্তি জীবনে নিঃসন্তান মনিরুল হক ভূঁইয়া সামাজিক বিচারক হিসেবে বেশ পরিচিত ছিলেন। তিনি ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি, দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ ও দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুমিল্লা-৪ দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান প্রমুখ শোক জানিয়েছেন।