উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু
কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মাদরাসা ছাত্র সামিরুল (১০) ও ফিরোজ মন্ডল (৪৫)। তারা পাংশা উপজেলার কলিমহর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
যাত্রীরা জানান,পাংশা থেকে ছেড়ে আসা থ্রিহুইলার যাত্রী নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করে। গাড়িটি খোকসার পাইকপাড়ায় এসে পৌঁছালে সামনে থেকে আসা পিকাপ ভ্যান যাত্রীবাহী থ্রিহুইলারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। গাড়িটির অপর যাত্রী ইতি খাতুন গুরুতর আহত হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রমা জানান, একজন নারী রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর থেকে দুই গাড়ির চালক পালাতক আছে। তবে ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রামপুরা ও গুলশানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে
সৌরবিদ্যুতের পিলার পড়ে ট্রাক্টর চালকের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে সৌরবিদ্যুতের পিলার পড়ে রিংকু (২৮) নামে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরে এ ঘটনা ঘটে। ট্রাক্টর চালক উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাটের খামারপাড়া গ্রামের জহির আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার ভোটমারী ইউনিয়নের নদীবেষ্টিত শৌলমারীতে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের সৌরবিদ্যুৎ কেন্দ্রে গড়ে ওঠছে।
আরও পড়ুন: বকশিস কম পেয়ে অক্সিজেন খুলে দেয়ায় রোগীর মৃত্যু!
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক থেকে ট্রাক্টরে করে সেখানে পিলার নিয়ে যাওয়া হচ্ছিল। তিস্তার বালুচরে সৌরবিদ্যুৎ কেন্দ্রে পিলার নামানোর সময় ট্রাক্টরচালক ও হেলপারের শরীরে পিলার পড়ে। এ সময় দুজনই আহত হয়। পরে আহত হেলপার লিটনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ট্রাক্টর চালক মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা জানান, ভারী পিলার শরীরে পড়ায় রিংকু বুকে আঘাত পান। দ্রুত হাসপাতালে আনা হলে তাকে বাঁচানো যেত। কিন্তু হাসপাতালে নিয়ে আসতে দেরি হওয়ায় তিনি মারা যান।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন ঘটনার বলেন, ট্রাক্টর চালক রিংকুর পরিবার এখনও থানায় কোনো অভিযোগ দেয়নি। পরিবার অভিযোগ দিলে অব্যশই ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: বিদ্যুতস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
৩ বছর আগে
কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ট্রাকচালকের সহযোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-রৌমারী মহাসড়কের ঝগড়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মতিয়ার রহমান (৪০) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর এলাকার আছিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে ট্রাক্টরে করে দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকার হলহলিয়া নদী থেকে বালু আনার উদ্দেশ্যে যান টেকানি গ্রামের জব্বার আলীর ছেলে চালক আ. রহিম ও তার সহযোগী মতিয়ার রহমান। এ সময় ঝগড়ারচর এলাকায় ট্রাক্টর থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন মতিয়ার রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকসহ নিহত ৩
এ ব্যাপারে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুহা. আরিফ হোসেন জানান, মতিয়ার রহমানকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হলে অন্যত্র নেয়ার আগেই তার মৃত্যু হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু সাঈদ বলেন, এ ঘটনায় নিহতের বাবা মামলা করবেন না বলে থানায় লিখিতভাবে জানিয়েছেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মীর বাবা নিহত
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ নিহত ২
৩ বছর আগে
চাটখিলে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
নোয়াখালীর চাটখিলে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার নোয়াখলা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত ফৌজিয়া আক্তার মুক্তা (৪০) ওই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন বুলবুলের স্ত্রী এবং তিন সন্তানের জননী ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, ফৌজিয়া ফজরের সময় নিজ বসত ঘর থেকে ওযু করার উদ্দেশ্য পুকুরে যায়। ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাতে তিনি আহত হন। এরপর বাড়ির লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন: বজ্রপাতে মৃত্যুহার কমাতে সরকার কাজ করছে: ত্রাণ প্রতিমন্ত্রী
বজ্রপাতের সময় করণীয়
রাজশাহীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
৩ বছর আগে
করোনার নমুনা দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধা
ব্রাহ্মণবাড়িয়া, ২৯ জুলাই (ইউএনবি)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনার নমুনা দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মৃত হোসনে হুর বেগম (৭১) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজুমান মিয়ার স্ত্রী।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া জানান, করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন আগে হোসনে হুর বেগম জেলা শহরের এক চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তাকে করোনা পরীক্ষা করাতে বলেন। এরপরও তিনি করোনার নমুনা না দিয়ে বাড়িতে অবস্থান করেন। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি করোনার নমুনা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ফরম পূরণের পর নমুনা দেয়ার প্রাক্কালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নোমান মিয়া জানান, নমুনা সংগ্রহ করতে না পারায় তিনি আক্রান্ত ছিলেন কিনা তা বলা যাচ্ছে না। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিল।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত ৩০২, মৃত্যু ৩
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
৩ বছর আগে
মাকে শেষ বিদায় জানাতে এসে স্বামী-সন্তানকেও বিদায় জানাতে হলো আদুরীকে
মায়ের মৃত্যুর খবরে মাকে শেষ বিদায় জানাতে ঢাকা থেকে স্বামী ও শিশুসন্তান নিয়ে স্পিডবোটে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে আদুরী বেগম তার বাবার বাড়ি যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে দুর্ঘটনায় সাথে থাকা স্বামী ও শিশু সন্তানকেও হারাতে হলো তাকে।
সোমবার সকালে শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মাকে শেষ বিদায় জানাতে এসে স্বামী-সন্তানকেও শেষ বিদায় জানাতে হলো আদুরীকে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
নিজের শরীরে আঘাত, তার ওপর স্বামী-সন্তান হারানোর শোক। সব মিলিয়ে বাকরুদ্ধ আদুরী। পুলিশ ও স্থানীয় লোকজন তাকে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বেলা ১১টার দিকে ঘাটে গিয়ে একমাত্র জীবিত যাত্রী হিসেবে তাকেই পাওয়া যায়। এই রিপোর্ট (সন্ধ্যা সাড়ে ৬টা) লেখা পর্যন্ত স্বামী-সন্তানের মরদেহ নিয়ে বোয়ালমারীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন আদুরী।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
জানা যায়, মাদারীপুরের শিবচরে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আদুরী বেগমের স্বামী আরজু সরদার (৫০) ও ছেলে মো. ইয়ামিন সরদার (০২) রয়েছে। এ ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত ৫ জনের মধ্যে আদুরী একজন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের পঁচা মাগুরা গ্রামের পান্নু সরদারের ছেলে আরজু সরদারের (৫০) সাথে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের ইকরাম মোল্লার মেয়ে আদুরী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে আরজু সরদার স্ত্রী আদুরীকে নিয়ে ঢাকাতেই থাকতেন। ঢাকায় ব্যবসা করতেন আরজু সরদার। রবিবার রাতে শাশুড়ি মনোয়ারা বেগম মারা যাওয়ার খবর শুনে স্ত্রী-সন্তান নিয়ে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন আরজু সরদার। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই সন্তানকে নিয়ে চলে গেলেন পরপারে।
আরও পড়ুন: এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮: যাত্রী কল্যাণ সমিতি
আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম জানান, আরজু সরদারের শাশুড়ি মনোয়ারা বেগম মারা যাওয়ার খবর শুনে স্ত্রী-সন্তান নিয়ে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন আরজু সরদার।
তিনি আরও জানান, স্পিডবোটে পদ্মা নদী পার হওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই আরজু সরদার ও তার শিশু সন্তান ইয়ামিন মারা যায়। গুরুতর আহত হন স্ত্রী আদুরী বেগম। আরজু সরদার ও ছেলে ইয়ামিনের মরদেহ বোয়ালমারীর শেখর ইউনিয়নের পঁচা মাগুরা গ্রামে আনা হচ্ছে।
বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা জানান, একটি হৃদয়বিদারক ঘটনা। আরজু সরদার আমার ইউনিয়নের বাসিন্দা। সে দুই বিয়ে করলেও প্রথম স্ত্রীর ঘরে একটি মেয়ে ছিল যে আগেই মারা গেছে।
তিনি আরও জানান, দ্বিতীয় স্ত্রী আদুরী বেগমের ঘরে মো. ইয়ামিন সরদার নামে একমাত্র ছেলে সন্তান ছিল। তার সংসারে স্ত্রী আদুরী ছাড়া আর কেউ রইলো না। আরজু সরদার ও ছেলে ইয়ামিনের মরদেহ বাড়িতে আনা হচ্ছে। মরদেহ আসার পর বোয়ালমারী থানা পুলিশের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে পিতা-পুত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান বলেন, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়।
এ ঘটনায় মাদারীপুর স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক আজাহারুল ইসলামকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক রহিমা খাতুন। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেয়া হয়।
জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, তদন্ত কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
লকডাউনে স্পিডবোট বন্ধ থাকার পরেও কেন এমন দুর্ঘটনা প্রশ্নের জবাবে তিনি বলেন, স্পিডবোটটি মুন্সিগঞ্জ থেকে ছেড়ে বাংলাবাজার আসে। তারা নিষেধাজ্ঞা অমান্য করে স্পিডবোট ছাড়ে। এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার স্পিডবোটের চালককে আটক করা হয়েছে। তাকে পুলিশের নজরদারিতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন।
৩ বছর আগে
পাবনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার
পাবনার বেড়া উপজেলার ও চাটমোহর উপজেলায় পৃথক ঘটনায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
৪ বছর আগে
শিবগঞ্জে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সদরে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
৪ বছর আগে
মুরাদনগরে মামাতো ভাইয়ের ‘পিটুনিতে’ যুবকের মৃত্যু
কুমিল্লার মুরাদনগর উপজেলার আমিননগর গ্রামে সোমবার মামাতো ভাইয়ের ‘পিটুনি খেয়ে’ এক যুবকের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
কোম্পানীগঞ্জে বয়স্ক ভাতা তুলতে যেয়ে ব্যাংকের রেলিং ভেঙে বৃদ্ধের মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরে রবিবার সোনালী ব্যাংকে রেলিং ভেঙ্গে বয়স্ক ভাতা তুলতে আসা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও তিন জন।
৪ বছর আগে