রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, ‘অসুস্থতাজনিত কারণে প্রধানমন্ত্রীর কাছে বিএনপি তাদের চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির দাবি জানাতে পারে। কারণ সংলাপ হয় খোলামেলা। কিন্তু তারা এটাকে কেন্দ্র করে রাজনীতি করছে।’
তিনি আরও বলেন, কারা কর্তৃপক্ষ তার (খালেদা) অসুস্থার ব্যাপারে কোনো অবহেলা দেখায়নি বরং তারাও প্রয়োজনীয় সব ব্যবস্থার জন্য পদক্ষেপ নিয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মামলা কোনো সাধারণ মামলা নয় এবং এই মামলা গত ১০ বছর ধরে প্রক্রিয়াধীন হয়ে আসছে। এই মামলার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আর এই মামলা আমরা দেইনি।’
দ্বিতীয় দফা সংলাপ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের চিঠি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘আমরা আলোচনা থেকে সরে যাইনি। তবে ৭ নভেম্বরের পরে আর সংলাপ চাই না, করাণ আরও ২০০টি রাজনৈতিক দল রয়েছে।’