বৃহস্পতিবার নগরীর হোটেল সিটি ইনে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে স্থানীয় রাজনৈতিক নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের আঞ্চলিক উদ্বোধন করা হয়।
ইউএসএইড এবং ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর আজিজ খান বলেন, আগামী নির্বাচনে ভোট যেন শান্তিপূর্ণ হয় তার জন্য শান্তিতে বিজয় ক্যাম্পেইনের এই আয়োজন। আমরা যেন নিয়মিত সভা সমাবেশ আয়োজন করতে পারি তার জন্য সবার উদার মানসিকতা পোষণ করতে হবে।
খুলনা সিটি করপোরেশনের মেয়র এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বলেন, যদিও কিছু তিক্ততার ঘটনা ঘটে তবুও আমরা সবাই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি। এ ক্ষেত্রে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া জরুরি। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।
জাতীয় নির্বাচনের পূর্বে শান্তিপূর্ণ নির্বাচন ও সহনশীল রাজনীতির চর্চা বৃদ্ধিতে ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনটি বাংলাদেশের সব নিবন্ধিত রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ জনগণকে সচেতন করবে ও তাদের অংশগ্রহণ করার সুযোগ তৈরি করবে বলে মনে করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।