তিনি বলেন, ‘গায়েবি মামলার বিরুদ্ধে হাইকোর্টে রিট করার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছি আমরা।’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, তারা রিটের মাধ্যমে যেসব পুলিশ কর্মকর্তা গায়েবি মামলা করার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সর্বোচ্চ আদালতের নির্দেশনা চাইবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদের অভিযোগ, এসব গায়েবি মামলা দায়ের করার মাধ্যমে সরকার আইনের শাসন ও ন্যায়বিচার ধ্বংস করে দিচ্ছে।
তিনি আরো বলেন, সরকারের মূল উদ্দেশ্য হলো বিএনপির সিনিয়র থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাদের কারাগারে রেখে একতরফা নির্বাচনের আয়োজন করা।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে এত বিপুল মামালার ঘটনা অবিশ্বাস্য।
এমন মামলার কারণে সরকার ভবিষ্যতে বিপদে পড়বে বলে সতর্ক করে দেন তিনি।
বিএনপি মহাসচিবের অভিযোগ, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী দায়ের করা চার হাজার ১৪৯টি গায়েবি মামলায় তাদের দলের চার হাজার ৬৮৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপিকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে সরকার তার অশুভ পরিকল্পনার অংশ হিসেবে এসব মামলা করছে বলে দাবি ফখরুলের।
তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে তাদের দল সরকারের সব অশুভ পরিকল্পনা ব্যর্থ করে দেবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা করার মাধ্যমে সরকার নির্বাচনী পরিবেশ নষ্ট করে দিচ্ছে।
সরকার গত ১০ বছর যেসব অপকর্ম করেছে তার পরিণতি ভোগ ও ক্ষমতা হারানোর ভয়ে এসব করছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।