তাসভীরের আইনজীবী ইহসানুল হক জামিন আবেদন করলে শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস ২৯ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
আইনজীবী ইহসানুল হক জানান, বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনা নিয়ে আদালত তাসভীরের জামিন মঞ্জুর করেছে।
এর আগে রবিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আবুবকর সিদ্দিকির নেতৃত্বে দুদক টিম তাসভীরকে গ্রেপ্তার করে।
দুদক জানিয়েছে, কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর জিএসপি ফাইন্যান্স করপোরেশন থেকে ঋণ নিয়ে ৫.৬৫ কোটি টাকা আত্মসাতও করেছেন।
নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ভবনটিতে কয়েকটি তলা বাড়ানোর অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হন। আহত হন ৭০ জন। এছাড়া অগ্নিকাণ্ডে আটকা পড়াদের বাঁচাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেল রানা ৮ এপ্রিল রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কর্তৃপক্ষ ১৫ তলা ভবন নির্মাণের অনুমতি নিলেও বিভিন্ন সময়ে অবৈধভাবে তা ২৩ তলা পর্যন্ত বাড়ানো হয়। তাসভীরের কোম্পানি ওই ভবনের ২১, ২২ ও ২৩ তলার মালিক।
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গত ৩০ মার্চ তাসভীরকে বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত ৮ এপ্রিল সাত দিনের রিমান্ড শেষে এ মামলায় তাসভীরকে কারাগারে পাঠায় আদালত। ১১ এপ্রিল জামিনে মুক্তি পান তিনি।