শুক্রবার চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টকে শর্ত সাপেক্ষে নাসিমন ভবনের সামনে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে লালদীঘির মাঠে কোনো সমাবেশ করা যাবে না।’
শর্ত অনুযায়ী, সমাবেশ অবশ্যই বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে।
নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে লালদীঘির মাঠে সমাবেশ করার জন্য আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন লালদীঘি মাঠের পরিবর্তে আমাদের নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে।’
তিনি বলেন, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ড. কামাল হোসেন এবং মূল বক্তা থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া সমাবেশে ঐক্যফ্রন্ট ও বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
গত ২৪ অক্টোবর নতুন জোট গঠনের পর এটি ঐক্যফ্রন্টের দ্বিতীয় সমাবেশ। এর আগে সিলেটে প্রথম সমাবেশ করে জোটটি।
গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি, নাগরিক ঐক্য ও বিএনপি মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে।