বৃহস্পতিবার দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন- ২৯ জামালখান রোড রোজ ভ্যালির সঞ্জিব দাশের ছেলে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, শৈবালের ভাই রাজিব দাশ সুজয়, সাগর কুমার বিশ্বাস, অরুপ বড়ুয়া, রুবেল দত্ত, অভ্র ঘোষ, এস এম নাজিম আজাদ, অনিক দে, তানজিমুল হোসাইন চৌধুরী, অরিত্র চৌধুরী, অনিক চক্রবর্তী ও যোশী।
মামলার বাদী মো. নাছিরের অভিযোগ, তিনি দীর্ঘ ৩০ বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং চট্টগ্রাম মহানগরীর ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে শৈবাল দাশ সুমন মিথ্যা তথ্য দিয়ে নিজেকে আওয়ামী লীগের সদস্য পরিচয় দিয়ে আওয়ামী লীগ থেকে এই ওয়ার্ডের কাউন্সিলরের মনোনয়ন পেয়েছেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে আমি প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগে অভিযোগ দেয়ার কারণে আসামিরা একযোগে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর মিথ্যা অপপ্রচার ও আক্রামণাত্মক উক্তি ও হুমকি দিয়ে আসছে।’
এব্যাপারে বাদীর আইনজীবী অ্যাডভোকেট বেনজির আহমেদ ইউএনবিকে বলেন, আদালত অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে ওসি কোতোয়ালীকে নির্দেশ দিয়েছে।