চুয়াডাঙ্গা-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার নির্বাচনি প্রচারণার কাজে নিয়োজিত রুবেল হোসেল (৩২) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের একাডেমি মোড়ে এ ঘটনা ঘটে।
আহত রুবেল হোসেন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার মিনারুল ইসমালের ছেলে। তিনি তার ইজিবাইকে করে চুয়াডাঙ্গা ১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার নির্বাচনি প্রচারণার কাজ করছেন।
আহত রুবেলের মামা আসাবুল হক বলেন, ঈগল প্রতীকের প্রচারণার সময় একই এলাকার মফিজুর সঙ্গে আমার ভাগ্নে রুবেলের তর্কবিতর্ক হয়। এরপর দুপুরে রুবেল প্রচারণার জন্য মাইক নিয়ে একাডেমি মোড়ে আসলে শাহাদাৎ নামের একজন ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রুবেলকে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, রুবেলের পিঠ ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। সেখানে ১০-১২ টা সেলাই দেওয়া হয়েছে। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে তিনি শঙ্কামুক্ত কিনা। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি রেখে তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, মারামারির ঘটনা জানতে পেরেছি। এবিষয়ে জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ফরিদপুরে পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম