এ বিষয়ে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলা বিশেষ জজ আদালত-৫-কে নিরাপত্তাজনিত কারণে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনে স্থানান্তর করা হলো।
রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে বিশেষ জজ আদালত-৫-এ মামলার শুনানি চলছিল।
এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়া স্বাস্থ্যগত কারণে গত ফেব্রুয়ারি থেকে আদালতে হাজির হচ্ছেন না। এমন পরিস্থিতিতে সরকার কারাগারের ভেতরে আদালত স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। তখন থেকে তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।