ঢাকা, ২৯ জানুয়ারি (ইউএনবি)- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দেন তিনি।
২০১৭ সালের নভেম্বরে আনিসুল হক মারা গেলে ডিএনসিসির মেয়র পদ শূন্য হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন মেয়র নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
সততার ও আন্তরিকতার সাথে কাজ করার অঙ্গীকার করে বিজিএমইএ’র সাবেক প্রধান আতিকুল বলেন, ‘নির্বাচিত হলে আমি আনিসুল হকের অসমাপ্ত কাজ সম্পন্ন করবো।’
ক্ষমতাসীন দলের প্রার্থী করায় আতিকুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন।
মনোনয়নপত্র জমার নির্ধারিত সময়সীমা বুধবার শেষ হবে। মঙ্গলবার পর্যন্ত ২৫ জন মেয়র পদে লড়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে শুধুমাত্র আতিকুল ইসলাম মনোনয়পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
ঘোষিত তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।