তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে সেটি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি।
তিনি বলেন, ‘আজ শুধু আমরা নই, আন্তর্জাতিক সম্প্রদায় বলছে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত আগের নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি। এবারও সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে তারা মেনে নেবে না।’
বুধবার (১৬ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও পৌরসভার মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন।
আরও পড়ুন: গণতন্ত্র ছাড়া মুক্ত গণমাধ্যম সম্ভব নয়: ফখরুল
তিনি বলেন, আমরা এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব এবং সব শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করব।
খালেদা জিয়ার মুক্তি ও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন। বিরোধী দলের কোনো নেতা-কর্মী ও তাদের সন্তানরা চাকরি পায় না। আজ তারেক রহমানকে সরকার ভয় পায়। তিনি আজ গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।’
তিনি বলেন, ‘আমি সরকারকে স্পষ্ট করে বলতে চাই, উন্নত চিকিৎসার জন্য তাকে (খালেদা জিয়া) অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় এদেশের মানুষ জেগে উঠেছে, তারা বিশাল সমাবেশ করছে।’
ফখরুল বলেন, ‘ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে তারা (জনগণ) আপনাকে বলেছে, আপনি আর ক্ষমতায় থাকতে পারবেন না।’
সভায় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি নুর করিম, আল মামুন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।