শনিবার বিকালে চট্টগ্রামের কাজীর দেউড়ির নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, এদেশের মালিক জনগণ, আর যারা দেশ শাসন করছেন তারা সেবক। সেবক হয়ে যারা জনগণকে হামলা মামলা দিয়ে কষ্ট দিচ্ছে তাদের বিচার হবে।
সরকার সকাল-বিকাল-সন্ধ্যায় দেশের সংবিধান লঙ্ঘন করছে অভিযোগ করে তিনি বলেন, ‘তারা (সরকার) শপথ ভঙ্গ করছে। তাদের বিচার হবে, শাস্তি দেয়া হবে।’
তিনি আরও বলেন, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ, সুষ্ঠু নির্বাচন হোক, এসব শর্ত আমরা দিয়েছি। সাত দফার এসব দাবি মানলেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। এই ন্যূনতম সাত দফা দাবি সময় থাকতে মেনে নিন।
উপস্থিত নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে সরকারকে উদ্দেশ্য করে ড. কামাল বলেন, ‘এই যে লাখ লাখ মানুষ দাবি তুলেছে, জনগণের সে সিদ্ধান্তকে উপেক্ষা করলে অমান্য করলে যে শাস্তি আপনারা পাবেন তা কল্পনাও করতে পারবেন না।’
ড. কামাল বলেন, বাংলাদেশ কারো পৈত্রিক সম্পত্তি না, এদেশের মালিক ১৭ কোটি মানুষ, সংবিধানেই লেখা আছে জনগণ ক্ষমতার মালিক।
সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, লালদীঘির মাঠে কেন ঐক্যফ্রন্টকে সমাবেশ করতে দেয়া হলো না, এর জবাব আপনাদের দিতেই হবে। আমরা খুঁজে বের করব।
সরকারের সমালোচনা করে গণফোরাম সভাপতি ড. কামাল বলেন, ২০১৪ সালে বলা হয়েছিল অবস্থা মোকাবেলায় জন্য সাময়িকভাবে একটা নির্বাচন হয়েছে। কিন্তু পরে আর নতুন নির্বাচন হয়নি। পাঁচ বছর কাটিয়ে দেয়া হলো।
‘এই কাজ সংবিধান অনুযায়ী গুরুত্বপূর্ণ অপরাধ’ অভিহিত করে ড. কামাল বলেন, এই অপরাধের জন্য জবাবদিহি আদায় করতে হবে।
গণফোরাম নেতা ড. কামাল বলেন, এবার জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে, অসম্ভবকে সম্ভব করেই ছাড়বে। এভাবে আমরা স্বাধীনতাও অর্জন করেছি। জনগণের বিজয় হবে ইনশআল্লাহ। জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে আপনাদের ভাঙা নৌকায় আর উঠবে না।
সমাবেশের প্রধান বক্তা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গায়ের জোরে বন্দুকের নলের মুখে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি, পারবে না। জনগণের অধিকার ফিরিয়ে আনতে লড়াই চলছে।
তিনি আরও বলেন, সাত দফা দাবি আদায় করে তবেই ঘরে ফিরব। কারো কাছে মাথা নত করব না, পরাজিত হব না। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দ্যেশে বলেন, ‘তুমি যাও, গদি ছাড়, ভোট দাও, না হলে কীভাবে ক্ষমতা থেকে নামাতে হয় সে প্রক্রিয়া জনতার জানা আছে।
আওয়ামী লীগের অধীনে নির্বাচন মানা হবে না উল্লেখ করে তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে এ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সকলের লক্ষ্য একটা, এ জালিম সরকারকে ক্ষমতা থেকে পতন ঘটানো। ঐক্য আছে এবং থাকবে, সরকারের পক্ষ থেকে ঐক্যফ্রন্টের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না।
তিনি বলেন, আমরা সাত দফার জন্য লড়াই করছি, ভোটের দিনও সে রকম লড়াই করতে হবে। আগামী নির্বাচনে সবাইকে রাজপথে বের হতে হবে। তাহলে বিজয় সুনিশ্চিত।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, গণফোরামের সদস্য সচিব মোস্তাফা মহসিন মন্টু, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনছুর প্রমুখ।