তিনি বলেন, দেশে এখন ভালো ভালো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, সড়ক, বাজার সর্বক্ষেত্রে উন্নয়ন কাজ হচ্ছে। উন্নয়নের জন্য কোনো টাকা পয়সা দেয়া লাগবে না, শুধু সমর্থন দিলেই হবে।
সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় মাহসিং নদীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের ডাবল লিফটিং সেচ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গ্রামের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রামের মানুষের জন্য প্রধানমন্ত্রীর দরদ বেশি। নারী, পুরুষ, শিশু সকলের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাবল লিফটিং সেচ প্রকল্পের পরিচালক সুলতান আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক প্রমুখ।
প্রসঙ্গত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় মাহসিং নদীতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের ডাবল লিফটিং সেচ প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছে। ১২ দশমিক ৫ কিউসেক পানি সেচ ক্ষমতা সম্পন্ন পাম্পে দিয়ে ৫০০ বিঘা পতিত জমিতে পানি সেচ দেবে। এতে এক হাজার কৃষক প্রকল্পের সুফল ভোগ করবেন।