পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, দুপুর সোয়া ১২টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ আরো তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
তিনি জানান, সিসি টিভির ফুটেজ দেখে তারা ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর ১টা ১০ মিনিটের দিকে দুই সিটিতে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে কেন্দ্রীয় কার্যালয়ে যান।
এসময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, সিটি নির্বাচনের পরিবেশ নষ্ট করতে সরকার এধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। ‘তারা এখন বিএনপি নেতা-কর্মীদের নামে রাজনৈতিক মামলা দায়েরের চেষ্টা করবে। আমরা এঘটনার তীব্র নিন্দা জানাই।’
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য বিএনপির অফিস এবং এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।
এর আগে শুক্রবার দুস্কৃতিকারীরা বিএনপির কার্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করে।