চাষিদের পাট উৎপাদনে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন নতুন দায়িত্ব নেওয়া বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
রবিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: অবৈধ মজুতবিরোধী অভিযান জোরদার করবে সরকার: খাদ্যমন্ত্রী
নানক বলেন, আমি প্রতিমন্ত্রী ছিলাম ২০০৮ সালে। সেই সময় একটি চ্যালেঞ্জে পড়েছিলাম। বিএনপি-জামায়াত এমন একটি দেশ রেখে গিয়েছিল, যে দেশটি ছিল মুখ থুবড়ে পড়া একটি দেশ। ছিল পানির হাহাকার। সড়ক ব্যবস্থা ভেঙে পড়েছিল।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার ধ্বংস হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি প্রতিমন্ত্রী হিসেবে সেই মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে সারা বাংলাদেশে ওই চ্যালেঞ্জ মোকাবিলা করে উত্তীর্ণ হয়েছিলাম।
আরও পড়ুন: প্রকল্প শেষে গাড়ি জমা না দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি জনপ্রশাসনমন্ত্রীর
তিনি বলেন, আজ একটি নতুন মন্ত্রণালয়ে, নতুন জায়গায় আবার সেই মাঠের মানুষের সঙ্গে যোগাযোগ হবে। মাঠের কৃষকদের সঙ্গ যোগাযোগ হবে। পাট উৎপাদনকারীদের সঙ্গে যোগাযোগ হবে। পাট উৎপাদনে উৎসাহিত করা হবে।
তিনি বলেন, পাট ও বস্ত্র খাতে বাংলাদেশে যে প্রধান রপ্তানিকারী শিল্প রয়েছে সেই শিল্পকে উতরে লক্ষ্যে পৌঁছাতে পারব এটি আমার বুকভরা প্রত্যাশা।
আরও পড়ুন: অপপ্রচার ও গুজবকে জবাবদিহির আওতায় আনতে চান তথ্য প্রতিমন্ত্রী