বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সচিব রহিমকে এসব মামলার তালিকা হস্তান্তর করার কথা জানিয়েছেন বিএনপির সহকারী দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
পাশাপাশি সকাল ১১টা ১৫ মিনিটে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর কার্যালয়ে আওয়ামী লীগকেও এই তালিকা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এখানে অফিস সহকারী শামীম আহমেদ এই তালিকা সংগ্রহ করেন বলে জানান বিএনপি নেতা টিপু।
টিপু ইউএনবিকে বলেন, এটা একটা প্রাথমিক তালিকা। পরবর্তীতে আরও তালিকা দেয়া হবে।
এর আগে গত ১ নভেম্বর গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপের সময় তাদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও অওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তালিকা দেয়ার কথা বলেছিলেন।
এদিকে এসব তালিকার সাথে পাঠানো একটি চিঠিতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করার পাশাপাশি দায়েরকৃত মামলাগুলো প্রতাহার করে নেয়ার অনুরোধ জানানো হয়।