ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শনিবার সকাল থেকে শুরু হয়েছে।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জ্যৈষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন যে নির্বাচনী এলাকার নগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলার ১২৩টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।
মোট তিন লাখ ১৮ হাজার ৪৭২ জন ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।
উপনির্বাচনের আগে ভোট কেন্দ্রগুলোতে এক হাজার ৫২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ আসনটি শূন্য হয়।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাজেদা চৌধুরীর ছেলে আকবর চৌধুরী লাবু ও অ্যাডভোকেট জয়নাল আবেদীন বকুল মিয়া।
আরও পড়ুন: রংপুর সিটি নির্বাচন ২৭ ডিসেম্বর
নির্বাচন কমিশনে নতুন সচিবের যোগদান
আগামী নির্বাচনে খালেদার অংশগ্রহণের সিদ্ধান্ত আইনগতভাবে নেয়া হবে: সিইসি