রংপুর সিটি করপোরেশনের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের(ইসি) বৈঠকে নির্বাচনের চূড়ান্ত করা হয় তফসিল।
বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, রংপুর সিটির নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও সিসিটিভি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আরও পড়ুন: নির্বাচন কমিশনে নতুন সচিবের যোগদান
সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
এর আগে ২০১৭ সালের ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৯ ফেব্রুয়ারি। নিয়মানুযায়ী প্রথম বৈঠকের পাঁচ বছর পর মেয়াদ শেষ হবে।
বৈঠকে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং শূন্য পদে উপ-নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
আগামী ২৯ ডিসেম্বর পাঁচটি পৌরসভা ও কয়েকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে।
পাঁচটি পৌরসভা হলো- বাঘা, রাজশাহী, বিরল, দিনাজপুর, বোদা, পঞ্চগড়, আলফাডাঙ্গা, ফরিদপুর এবং বনপাড়া ও নাটোর।
আরও পড়ুন: আগামী নির্বাচনে খালেদার অংশগ্রহণের সিদ্ধান্ত আইনগতভাবে নেয়া হবে: সিইসি
গাইবান্ধা-৫ আসনের স্থগিত নির্বাচন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: সিইসি