বুধবার বিকালে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির।
তিনি বলেন, নির্বাচনী প্রচারের বিষয়টি প্রতিদিন স্থানীয় প্রশাসনকে জানানো হয়। কিন্তু এরপরও স্থানীয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
বিএনপি প্রার্থী অভিযোগ করে বলেন, ‘বুধবার সারিয়াকান্দি উপজেলার তিতপরল, চান্দিনা নোয়ারপাড়া ও তাজুরপড়ায় পৃথক গণসংযোগে আওয়ামী লীগের নেতা-কর্মীরা চারদফা হামলা চালিয়ে একটি গাড়ি ও একটি মাইক্রোবাসে ভাঙচুর করেছে। এসময় ১০ নেতা-কর্মী আহত হয়েছেন এবং আমাকেও হত্যা চেষ্টা করা হয়েছে।’
তিনি আরও বলেন, এ ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো পদক্ষেপ নেননি।
ভোটারদের মাঝে ভয় সৃষ্টি করতেই এসব হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি প্রার্থী।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক জেলা সভাপতি রেজাউল করিম বাদশাসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।