সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান এসব সম্পদ জব্দ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত সম্পদের মধ্যে রাজধানীর কলাবাগানে পাঁচ তলা বাড়ি, ধানমন্ডি ও ওয়ারীতে দুটি ফ্ল্যাট, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লানে তিনটি দোকান ও ১৩ স্কোয়ার ফুট বাণিজ্যিক স্পেস এবং গুলশান-২ এলাকার একটি মার্কেটে দুটি দোকান রয়েছে।
এছাড়া, রাজধানীর বাইরে গোপালগঞ্জের মুকসুদপুরের বোয়ালিয়ায় বিলসাবহুল বাড়ি, একটি পেট্রোল পাম্প, ৩০ কোটি টাকার ১৫ বিঘা জমি ও কেরানীগঞ্জে ৪০ কাঠা জমি পেয়েছে দুদক। সেই সাথে ৫০ কোটি টাকার ব্যাংক লেনদেন পেয়েছে দুদক।
এর আগে, কাজী আনিছুর ও তার স্ত্রী সুমী রহমানের প্রায় ১৬ কোটি টাকার আয়কর নথি জব্দ করে দুদক।
২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর কাজী আনিছুরের ১২ কোটি ৮০ লাখ টাকা ও সুমি রহমানের ১ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদের দায়ে মামলা করে দুদক।