রবিবার কক্সবাজারের চকরিয়ায় জনসভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি-জামায়াত আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নয়; আমরা নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী। তাই এবার নিজ দলের যারাই নৌকার বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
মনোনয়ন সভানেত্রী শেখ হাসিনার হাতে উল্লেখ করে কাদের বলেন, নেতা-কর্মীদের জনপ্রিয়তা যাচাই করা হয়েছে। যাদের জনপ্রিয়তা বেশি তাদেরকেই মনোনয়ন দেয়া হবে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কুমিল্লা ও চট্টগ্রাম হয়ে কক্সবাজারে পৌঁছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকরিয়া শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাদের।
এসময় তিনি আরো বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে আবারো ঘোর অন্ধকার নেমে আসবে। তাই আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘একদল, বিশদল, ত্রিশদল করেও এখনো কোনো জনসভা করতে পারেনি। কারণ, তাদের পাশে দেশের কোনো মানুষ নেই। এজন্য এ পর্যন্ত কোনো জনসভা করতে পারেনি। করতে পারেনি কোনো আন্দোলনও। দিন যায়, মাস যায় আন্দোলনের দেখা নেই।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি কোনো দলের সাথে এখনো ঐক্য করতে পারেনি। তাদের সাথে কোনো দল ঐক্য করতে চায় না। কারণ, বিএনপি নেতারা এখন ঝিমিয়ে গেছে। এই ঝিমুইন্যা নেতাদের সাথে কেউ ঐক্য করবে না।’
উপস্থিত আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত আমাদের প্রতিপক্ষ নয়, প্রতিপক্ষ আমরা নিজেরা নিজেরাই সৃষ্টি করছি। কেউ কারো বিরুদ্ধে সমালোচনা না করে আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।’
যুক্তফ্রন্টের জাতীয় ঐক্যের ডাকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একটি বিদেশি সংস্থা জরিপ চালিয়েছে, যেখানে বলা আছে আওয়ামী লীগের জনপ্রিয়তা ৬৬ শতাংশ। এই ৬৬ শতাংশ বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না। যুক্তফ্রন্ট যে ঐক্যের ডাক দিয়েছে, সেটি জাতীয় ঐক্য নয়, জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য।’