তিনি বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়াকে অবশ্যই জেল থেকে মুক্ত করতে হবে। অনেকেই আমাদের লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামতে বলছেন। আমরা তারই প্রস্তুতি নিচ্ছি।’
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য এসব কথা বলেন।
জনগণকে সম্পৃক্ত করে এখন দলের সাংগঠনিক সমক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘রাস্তায় পুলিশ ও র্যাবের গুলিতে আমাদের ১০ জন মারা না গেলে আন্দোলনে সফলতা আসবে না। এ স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের পর্যাপ্ত শক্তি দরকার এবং আমরা তা নিশ্চিতভাবে অর্জন করব।’
খালেদা জিয়াকে কারামুক্ত করার পরিবেশ সৃষ্টি করতে দেশে ও বিদেশে জনসমর্থন আদায়ে দলের সহকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এ সিনিয়র নেতা।
গণফোরামের দুই সংসদ সদস্য সুলতান মনসুর ও মোকাব্বির খানের শপথ নেয়ার সমালোচনা করে ড. মঈন বলেন, এটা একটি মিথ্যা সংসদ।
তিনি আরও বলেন, ‘বর্তমান সংসদ থেকে জনগণ ও গণতন্ত্রের জন্য কোনো কাজ করার সুযোগ নেই। কারণ এটি জনগণের নির্ধারিত প্রতিনিধি নিয়ে গঠিত হয়নি। যারা বলছে তারা সংসদে জনগণের পক্ষে কথা বলবেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন।’
বিএনপি নেতা মঈন বলেন, একাদশ জাতীয় নির্বাচনে ভোট জালিয়াতির পরে জনগণ ভোটের ওপর আস্থা হারানোয় তারা সাম্প্রতিক উপজেলা নির্বাচনে অংশ নেয়নি।