বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে 'জনবিরোধী' বলে অভিহিত করেছেন।
শুক্রবার এক বিবৃতিতে তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি।
বিএনপি নেতা বলেন, ‘সরকার অনির্বাচিত হওয়ায় জনগণের চরম দুর্ভোগের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি বুদ্ধিহীন ও গণবিরোধী সিদ্ধান্ত।’
মাসিক মূল্য সমন্বয়ের নামে সরকার ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ‘এটি মানুষের সঙ্গে একটি খুচরা কৌশল মাত্র।’
ফখরুল বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারি সকল মহনগরী ও উপজেলায় সমাবেশ ও মিছিল কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।
জানুয়ারি থেকে কার্যকর হওয়া বিদ্যুতের খুচরা মূল্য পাঁচ শতাংশ বাড়িয়েছে সরকার।
২০২০ সালের ফেব্রুয়ারিতে শেষবার খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।
আরও পড়ুন: সরকার বিরোধী দলকে দমন করতে মরিয়া: ফখরুল
ফখরুল উদ্বেগ প্রকাশ করে বলেন, বিদ্যুতের দাম এমন সময়ে বাড়ানো হলো- যখন চাল, ডাল, তেল, চিনিসহ সব পণ্যের দাম চরমভাবে বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত। নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যাচ্ছে মানুষের জীবনযাত্রার ব্যয়। মানুষ তাদের চাকরি হারাচ্ছে। ‘সুতরাং, বিদ্যুৎ বৃদ্ধির পদক্ষেপ মানুষের দুর্ভোগকে আরও তীব্র করবে।’
তিনি আরও বলেন, খুচরা এবং এর আগে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম নতুন করে বৃদ্ধির ফলে জীবনযাত্রার ব্যয় এবং সেচ ও কল-কারখানার উৎপাদন খরচসহ সবকিছুর দাম বাড়বে।
বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের খেসারত জনগণই দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বেড়ে যাওয়ায় সরকার জনগণের পকেট থেকে টাকা নিচ্ছে।
আরও পড়ুন: বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন নতুবা রাজপথে নামবে জনগণ: সরকারকে বিএনপি