বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, চলমান গণতন্ত্রপন্থী আন্দোলনকে ভয় পেয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে সরকার ‘মরিয়া’ হয়ে উঠেছে।
তিনি বলেন, আপনি (আ.লীগ নেতা) কয়েকদিন আগে বলতেন, আমাদের রাজপথে দাঁড়ানোর ক্ষমতা নেই, আমাদের পিঠ ভেঙে গেছে। কিন্তু এখন আপনারা (আ.লীগ) এতটাই অস্থির হয়ে পড়েছেন যে আমাদের আন্দোলন থামানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করে জনগণকে নিপীড়ন করছেন।’
বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বুধবার ফরিদপুর ও ময়মনসিংহসহ দেশের আরও কয়েকটি এলাকায় গণঅবস্থান কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার নিন্দা জানিয়ে ফখরুল এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ১৬ জানুয়ারি দেশব্যাপী সমাবেশ ও মিছিলের ঘোষণা বিএনপি’র
তিনি বলেন, ‘সরকার পায়ের নিচের মাটি হারিয়ে ফেলেছে। সরকার এতটাই ভীত হয়ে পড়েছে যে তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালাচ্ছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ক্ষমতাসীন দলের নেতারা তাদের পতন টের পেয়ে চলমান আন্দোলন নিয়ে নানা রকম অসংযত মন্তব্য করছেন।
ফরিদপুর ও ময়মনসিংহে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডাররা বিএনপির কর্মসূচিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সেখানে পুলিশ শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করেনি, বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।
এই বিএনপি নেতা দাবি করেন, হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনী দুই বিভাগের শতাধিক বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে এবং আরও ২৫০ জন আহত হয়েছে।
আরও পড়ুন: সরকারবিরোধী আন্দোলন জোরদার করার নতুন শপথ নিলেন ফখরুল
এছাড়া সংঘর্ষের ঘটনায় ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলেও জানান তিনি।
ছোট দল নিয়ে একযোগে আন্দোলনের ফলাফল নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে ফখরুল বলেন, ক্ষমতাসীন দলের নেতা কী বলেন, জনগণ তা আমলে নেয় না। ‘আমার মতো, সারা দেশের মানুষ তার মন্তব্যকে গুরুত্ব দেয় না।’
১৬ জানুয়ারি জেলা পর্যায়ে কোনো কর্মসূচি নেই:
ফখরুল বলেন, সরকারের বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে তাদের ১০ দফা দাবি আদায়ে ১৬ জানুয়ারি সব মহানগরী ও উপজেলা সদরে সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে তাদের দল।
তিনি বলেন, ‘গতকাল (বুধবার) আমি বলেছিলাম সব জেলায়ও কর্মসূচি পালন করা হবে। তবে জেলায় নয়, সব মেট্রোপলিটন শহর ও উপজেলাতেই কর্মসূচি পালন করা হবে।’
আরও পড়ুন: ভোটাধিকার পুনরুদ্ধারে আরও জেগে ওঠুন: জনগণের প্রতি ফখরুল