রবিবার সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদীয় বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা শেষে পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইফ মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘পার্টির চেয়ারম্যান জিএম কাদের রওশনকে বিরোধী দলীয় নেতার স্বীকৃতি দিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন।’
সভায় উপস্থিত জাতীয় পার্টির ২৫ জন সদস্য রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা বানানোর ব্যাপারে একটা ঐক্যমতে পৌঁছেন।
‘আর জিএম কাদের পার্টির চেয়ারম্যানের বিভিন্ন দায়িত্ব-কর্তব্য পালন করবেন,’ যোগ করেন মহাসচিব রাঙ্গা।
শনিবার রাতের বৈঠক প্রসঙ্গে রাঙ্গা বলেন, ‘রাতে রাজধানীর একটি হোটেলে বৈঠকে বসা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত নেয়া হয় যে রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা হবেন এবং জিএম কাদের পার্টির চেয়ারম্যান হবেন।’
‘তবে অন্যান্য পদগুলো দলীয় কাউন্সিলের মাধ্যমে দেয়া হবে,’ যোগ করেন তিনি।
রংপুর-৩ আসনের আসন্ন উপ-নির্বাচন প্রসঙ্গে জাপা মহসচিব বলেন, এ ব্যাপারে সব দায়িত্ব জিএম কাদেরকে দেয়া হয়েছে এবং তিনি এরশাদ পুত্র রাহঘির আল ওরফে সাদ এরশাদকে বেছে নিয়েছেন।
এক প্রশ্নের জবাবে রাঙ্গা জানান, বিরোধী দলীয় উপনেতা হিসেবে বেছে নেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ‘তবে দলের মতপার্থক্য দূর হয়েছে’ বলে দাবি করেন তিনি।