আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এ বিষয়ে সবার সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন।
কাদের বলেন, ‘আমরা (মার্কিন) ভিসা নীতি নিয়ে চিন্তিত নই। আমরাও শান্তিপূর্ণ নির্বাচন চাই, তাহলে কেন এই ভিসা নীতি ও নিষেধাজ্ঞা? অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। এবং আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না।’
মঙ্গলবার সাভারের আমিনবাজারে আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন সমাবেশে' ওবায়দুল কাদের এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ফখরুলের গলার সুর নরম হয়ে গেছে। খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচন করবে না। না করুক। নির্বাচন হবে, যথাসময়ে হবে।’
তিনি বলেন, বিএনপি নেতারা এখন পথ হারিয়ে দিশেহারা। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বুড়িগঙ্গায় ভেসে গেছে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে: চুয়াডাঙ্গার জনসভায় আ. লীগ নেতা
কাদের বলেন, ‘তারা (বিএনপি) আন্দোলনের নামে বিভিন্ন জেলায় ঘুরে বেড়ায়। এতে কোনো কাজ হবে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কারণেই খালেদা জিয়ার মামলা এতদিনে নিষ্পত্তি হয়নি।
তিনি বলেন, ‘আদালতে মামলাটি ঝুলে আছে। মামলা চালালে এতদিনে ফয়সালা হয়ে যেত, হয়তো তিনি মুক্তিও পেতেন।’
বিশ্ব সংকটে দ্রব্যমূল্যের ঊধ্বগতি নিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর আস্থা রাখেন। এ কষ্ট বেশিদিন থাকবে না। ইনশাআল্লাহ সুদিন আসবে।’
সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আইনজীবী কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: কিছু দেশ মানবাধিকারকে অন্যের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে: তথ্যমন্ত্রী
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী