তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অন্য দেশের বিরোধিতা করার জন্য বর্তমান বিশ্বের কিছু দেশ মানবাধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
তিনি বলেন, দেশে-বিদেশে ব্যবসা-বাণিজ্য ও মানবাধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে।
সোমবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমানের শাসনামলে গুমের শিকার পরিবারের সদস্যদের সংগঠন 'মায়ের কান্না' আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকার আন্তরিক: তথ্যমন্ত্রী
তিনি বলেন, 'কিছু উন্নয়নশীল ও উন্নত দেশ আজ মানবাধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মানবাধিকার এখন মানুষকে নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রগতির ধারাবাহিকতা অপছন্দ করে, তারা প্রথমে বিভিন্ন ছদ্মবেশে মানবাধিকার নিয়ে আসে, তারপর সুষ্ঠু নির্বাচনের কথা বলে।
আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট করে আওয়ামী লীগের এই নেতা বলেন, 'আমাদের দেশে জনগণের অংশগ্রহণে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচন সুষ্ঠু, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’
সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের পশ্চাদপসরণের দিকে ইঙ্গিত করে তিনি স্মরণ করিয়ে দেন যে ডোনাল্ড ট্রাম্প এখনও তার পরাজয় মেনে নেননি। কিন্তু বাংলাদেশে পরাজিত প্রার্থীদের অধিকাংশই স্বীকার করেছেন বলে জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, 'দয়া করে আমাদের গণতন্ত্র শেখাতে আসবেন না, আমাদের সংসদ ভবনে হামলা চালিয়ে কাউকে হত্যা করা হবে না।
তিনি বলেন, 'যারা মানবাধিকার ও গণতন্ত্রের নামে বিভিন্ন দেশে নির্বাচিত সরকারকে উৎখাত করে, দয়া করে আমাদের গণতন্ত্র শেখাতে আসবেন না।
বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি রাজনৈতিক স্বার্থে খালেদা জিয়াকে গিনিপিগ হিসেবে ব্যবহার করছে।
তিনি বলেন, বিএনপি কয়েকদিন ধরেই বলে আসছে, তাদের চেয়ারপারসনের অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং তার জীবন বিপন্ন। বিদেশে না নিলে তিনি মারা যাবেন। তবে প্রতিবারই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
আওয়ামী লীগ নেতা বলেন, সরকার আন্তরিকভাবে সাবেক প্রধানমন্ত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া আদালতের এখতিয়ার।
তিনি বলেন, আদালতের আদেশ ছাড়া খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না। তাই তার বিদেশে চিকিৎসা নিয়ে রাজনীতি করবেন না।
হাছান মাহমুদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো নৈরাজ্য সৃষ্টির যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
মায়ার কান্নার সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক মন্ত্রী তারানা হালিমসহ নিহতদের স্বজনরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন: দেশটাকে আন্তর্জাতিক রাজনীতির ক্রীড়াক্ষেত্রে পরিণত করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী
মার্কিন ভিসানীতি নিয়ে কারো পুলকিত হওয়ার কারণ নেই: তথ্যমন্ত্রী