ঢাকা, ০১ অক্টোবর (ইউএনবি)-মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘বিতর্কিত মন্তব্যের’ অভিযোগে ঢাকা ও নড়াইলের দুই মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ জামিন স্থগিতের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টোর আদেশ বহাল রাখেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
গত ১৩ ও ১৮ আগস্ট পর্যায়ক্রমে নড়াইল ও ঢাকা’র মানহানি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে মামলা করেন নড়াগাতীর রায়হান ফারুকী ইমাম।
পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘কটূক্তির’ অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মানহানি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।